সুব্রত বন্দ্যোপাধ্যায়:
রামকৃষ্ণদেব, সারদা মা আর বিবেকানন্দ-র সামনে রাখা হয়েছে স্বামী আত্মস্থানন্দ মহারাজের মরদেহ। সকাল থেকেই ভাবগম্ভীর পরিবেশে ভক্তরা আসছেন। তাঁরা অন্তরের শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। অনেকের চোখেই জল। বহু মানুষের চোখের জলেই তিনি চলে যাবেন রামকৃষ্ণলোকে। আজ রাত ৯.৪৫ মিনিটে অন্ত্যেষ্টিক্রিয়া হবে। এমনটাই জানা গেছে বেলুড় মঠ সূত্রে।