কমলেন্দু সরকার :
রামগোপাল ভার্মা এখন বলিউডের টক অফ দ্য টাউন। তাঁর ওয়েব সিরিজ ‘গানস আন্ড থাইস’ ইতিমধ্যে তুমুল হইচই ফেলে দিয়েছে সারা দেশে। রাম শুধু এই সিরিজের একটি ছ’মিনিটের ট্রেলার ক্যাপসুল বাজারে ছেড়ে দিয়েছেন। তাতেই কামাল করেছেন রাম।
রাম এই ওয়েব সিরিজে সেক্স আর ভায়োলেন্স যেভাবে দেখিয়েছেন তাতে শিহরিত দর্শককুল। অমিতাভ বচ্চনও বলতে বাধ্য হয়েছেন, রামগোপাল আপনি ছবি থেকে এসব মুছে দিন। রামগোপাল জানতেন এসব মুছতে বলতেন সেন্সর বোর্ডও। সেই কারণে তিনি ওয়েব সিরিজ করে রিলিজ করতে চান।
ডি-কোম্পানি এবং ছোটা রাজন-এর লড়াই। মুম্বই মাফিয়াদের লড়াই নিয়ে হিন্দি ছবিতে নতুন নয়। সেই হাজি মাস্তান থেকে শুরু। এমনকী হাজি মাস্তান নাকি টাকাও ঢেলেছিলেন হিন্দি সিনেমায়। সেসব সত্যি না গুজব জানি না। এসব ফিল্মি সাংবাদিকতার সূত্রে আরব সাগরের তীরে টিনসেল টাউনে শোনা। অমিতাভের ‘দিওয়ার’ নাকি হাজি মাস্তানের জীবনকাহিনি! এ তো শুধু একটা ছবির কথা। মুম্বইতে শোনা আন্ডারওয়ার্ল্ড-এর টাকা নাকি হিন্দি ছবিতে বিনিয়োগ হয়। একসময় টলিউডেও একই কথা শোনা গিয়েছিল।
হিন্দিতে বহু ছবি তৈরি হয়েছে যেখানে অন্ধকারজগতের ডনেরাই ছবির নায়ক। তবে এবার সবকিছু ছাড়িয়ে গেছে রামের ওয়েব সিরিজ ‘গানস আন্ড থাইস’। ট্রেলারে সেক্স কীভাবে দেখানো হবে তা সুতোহীন পেলব নারী শরীর দেখেই বোঝা যাচ্ছে। ওয়েব-এ যে রাম মন খুলে সেক্স আর ভায়োলেন্সের রামরাজত্ব চালিয়ে গেছেন তা আর বলতে!