ওয়েব ডেস্ক :
ফুলবাগানে বৃষ্টি, জানে না আলিপুর। ফুলবাগানের বৃষ্টির খবর শুনে আবহাওয়া দফতরের ডিউটি অফিসার যখন আকাশ থেকে পড়লেন তখন আকাশ থেকে শিলা পড়ে রাস্তা সাদা। দেখা গেল, অনেকেই গাড়িঘোড়ার তোয়াক্কা না করেই রাজপথ থেকে শিল কুড়োচ্ছেন, উপভোগ করছেন গরমে একটুকরো স্বস্তি। যদিও টুকি দিয়ে চলে গেল চঞ্চলা বৃষ্টি বালিকা।
