নিজেস্ব সংবাদদাতা
সাম্মানিক ডক্টরেট উপাধি নিতে বরেলির জন্য রওনা দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু, কুয়াশার জেরে অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না তিনি। আর সে কথা জানিয়ে দুঃখ প্রকাশ করলেন টুইটারে। ফলে ডক্টরেট পেয়েও নিতে যেতে পারলেন না প্রিয়াঙ্কা।
জানা গেছে, গতকাল দিল্লিতে ইউএনআইসিইএফ-র অনুষ্ঠান সেরেই বরেলি যাওয়ার কথা ছিল প্রিয়াঙ্কার। কিন্তু, কুয়াশার জন্য বিমানের উড়ানে দেরি হয়। ফলে অনুষ্ঠানে ঠিক সময় পৌঁছানো সম্ভব হল না তার। তাই টুইটে প্রিয়াঙ্কা লেখেন, “সাম্মানিক ডক্টরেট নিতে সমাবর্তনে পৌঁছাতে না পারায় দুঃখিত। আমি বরেলি যাওয়ার জন্য উন্মুখ হয়ে ছিলাম। শুধু সমাবর্তনের জন্য নয়। বহুবছর পর পুরোনো বন্ধু, পরিবারের সকলের সঙ্গে দেখা করার কথা ছিল। এই শহরে আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।” এর পাশাপাশি প্রিয়াঙ্কা আরও বলেন, “আমার পরিস্থিতি বোঝার জন্য, আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।” কয়েকদিন আগে সামাজিক কাজের জন্য প্রিয়াঙ্কাকে মাদার টেরেজ়া স্মৃতি সম্মান দেওয়া হয়েছিল। সম্প্রতি বরেলি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রিয়াঙ্কাকে সাম্মানিক ডক্টেরট দেওয়ার ঘোষণা করেছিল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan