চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আগামী বৃহস্পতিবার মহালয়া (Mahalaya)। মহালয়ার পূণ্যলগ্নে ভোরবেলা থেকেই কলকাতার সমস্ত গঙ্গার ঘাটে তর্পণ করতে আসেন অসংখ্য মানুষ। এবছরও তার কোনও ব্যতিক্রম হবে না। কিন্তু সেই কারণে তর্পণ অর্থাৎ মহালয়ার আগের দিন সমস্ত ঘাটের জলে পলি পরিষ্কার করে দেওয়া হবে বলে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন । এছাড়া তিনি বলেছেন, “পুলিশ সেখানে থাকবে তারা মাইকিং করবেন এবং সবাই যেন নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।” ঘটনাচক্রে, এবার পুজোর ৩৭ দিন আগেই হচ্ছে মহালয়া। তাই প্রস্তুতির ক্ষেত্রে বেশকিছুটা সময় পাওয়া গিয়েছে। তাতেই এবার যাতে স্বাস্থ্যবিধি মেনে তর্পণ হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখবে কলকাতা পুলিশ (Kolkata Police)।
এর পাশাপাশি তিনি জানিয়েছেন, রবীন্দ্র সরোবর লেকে ছট পুজো করা যাবে কিনা সেই হিসেবে মহামান্য আদালত যদি রায় দেয় তাহলে অবশ্যই ছট পুজো রবীন্দ্র সরোবর লেকে করা যাবে। তবে শুধুমাত্র নির্দিষ্ট দিনে এবং তারপরে কেএমডিএ-র পক্ষ থেকে সমস্ত জলাশয় নোংরা পরিষ্কার করে ফেলা হবে। যাতে জলের মাছ-পাখি বা অন্য কোনও কিছুর অসুবিধা না হয়। এছাড়া রবীন্দ্র সরোবর লেকে মাছ ধরার ব্যবস্থা থাকে তাদেরও যেন কোনও অসুবিধা না হয়, সেদিকে লক্ষ্য রাখা হবে। তার কারণ অনেক সময় ছটপুজোর দিন রবীন্দ্র সরোবর লেক বন্ধ থাকার দরুন অনেকেই তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছিলেন। এ বছর এরকম কোনও কাজ কলকাতা কর্পোরেশন (Kolkata Municipal Corporation) চাইছে না। সেই কারণে যদি মহামান্য আদালতের ট্রাইবুনাল পক্ষ রায় দেয় তাহলে অবশ্যই রবীন্দ্র সরোবর লেক ছটপুজো করা যাবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।