নীল রায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অধীনস্থ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিজেপিকে (BJP) মদত দেওয়ার অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। সম্প্রতি তুফানগঞ্জে বিজেপি-তৃণমূল ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষের ঘটনায় পুলিশ প্রশাসন কড়া হাতে দমনের চেষ্টা করেন। বৃহস্পতিবার নাটাবাড়ির তৃণমূল বিধায়ক আক্রমণ করেন কোচবিহারের জেলা পুলিশ প্রশাসনকে। তিনি বলেন, “পুলিশ বিজেপির হয়ে কাজ করছে।”
এদিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী চিলাখানা বাজার তৃণমূল (TMC) পার্টি অফিস পরিদর্শনে আসেন। আহত তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করে কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন। পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “তুফানগঞ্জের এসডিপিও ও এসআই নিজেদের অধিকার ভুলে তৃণমূল কর্মীদের মারধর করেছেন। তৃণমূল কর্মীদের মোটরবাইক ভাঙচুর করে বাড়ির ভিতরে ঢুকে মারধর করেছে। তারা বিজেপিকে মদত দিচ্ছেন।” তিনি আরও বলেন, “পুলিশের উচিৎ সবসময় নিরপেক্ষ থাকার। নিরপেক্ষ ভাবে মানুষকে সুরক্ষিত রাখাই তাঁদের কাজ। কিন্তু চিলাখানার ঘটনায় যেভাবে পুলিশ পক্ষপাতিত্ব করছে তা একেবারেই উচিৎ নয়।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news