Home / TRENDING / নিয়ম ভেঙে করোনা আক্রান্তের সৎকার করে পুলিশি অভিযোগের মুখে ১৮ জন

নিয়ম ভেঙে করোনা আক্রান্তের সৎকার করে পুলিশি অভিযোগের মুখে ১৮ জন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

সরকারি নিয়মের তোয়াক্কা না করেই মৃতদেহ বন্দি ব্যাগ খুলে সৎকারের কাজ করেছিল পরিবারের লোকজন। এর ফলে ওই মৃতদেহ বন্দি ব্যাগ থেকে করোনা সংক্রমিত হল ১৮ জন। এরপরই নিয়ম ভেঙে সৎকার করার জন্য মৃতের আত্মীয়দের নামে মামলা দায়ের করেছে মহারাষ্ট্র পুলিশ (Maharashtra Police)। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের উল্লাসনগরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উল্লাসনগরের ৪০ বছরের এক মহিলা করোনার উপসর্গ নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন থাকাকালীন গত ২৫ তারিখ তাঁর মৃত্যু হয়। এরপর ওই মহিলার লালারস পরীক্ষার জন্য পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি করোনা সন্দেহের জেরে মৃতের পরিবারকে একটি প্লাস্টিকের ব্যাগে মুড়ে দেহটি দেওয়া হয়। একইসঙ্গে হাসপাতাল থেকে বলে দেওয়া হয় সৎকারের সময় দেহটি প্লাস্টিকের ব্যাগ থেকে যেন না খোলা হয়। খোলা হলে করোনা সংক্রমণ ছড়াতে পারে। কিন্ত, পরিবারের লোকজন সেটিকে গুরুত্ব না দিয়ে ব্যাগ খুলে মৃতদেহ বের করে শেষকৃত্যর কাজ সম্পন্ন করেন। ঘটনাস্থলে প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন।

এরপর শুক্রবার মৃত মহিলার লালারসের নমুনায় করোনা ভাইরাসের (Coronavirus) জীবাণু পাওয়া গিয়েছে বলে রিপোর্ট প্রকাশ পায়। সঙ্গে সঙ্গে স্থানীয় পুরসভার তরফে মৃতের পরিবারের লোকদের লালারসের পরীক্ষা করা হয়। ফলাফল প্রকাশ পেতে জানা যায়, ১৮ জনের শরীরে করোনার উপস্থিতি রয়েছে। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি আরও ৫০ জনকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। ওই মহিলার শেষকৃত্যে অংশ নেওয়া বাকিদেরও খুঁজছে পুলিশ। কিন্তু এর থেকে সংক্রমণের আশঙ্কা আরও খানিকটা বেড়ে গেল বলেই মনে করছেন চিকিৎসকেরা।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *