ওয়েব ডেস্ক :
প্রবল বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের বিষ্ণুপ্রয়াগের কাছে হাতিপাহাড় অঞ্চলে ব্যাপক ধস নামে শুক্রবার। বোল্ডারের ধাক্কায় বিশাল এলাকা ক্ষতিগ্রস্থ। হৃষীকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে বেশ কিছুটা রাস্তার ক্ষতি হয়েছে। ফলে, বহু তীর্থযাত্রী আটকে পড়েছেন চারধামের পথে। শোনা যাচ্ছে, সংখ্যাটি নাকি ১৫০০০। আটকে পড়েছেন বহু পর্যটক জোশীমঠ, কর্ণপ্রয়াগ, পিপলকোঠি এবং গোবিন্দঘাটেও। বদ্রীনাথে যাঁরা আটকে আছেন তাঁদের ওপর থেকে নামতে বারণ করা হয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা রাস্তা স্বাভাবিক করার জন্য দিনরাত পরিশ্রম করছেন। আশা করা যাচ্ছে শনিবার স্বাভাবিক হয়ে যেতে পারে, গাড়ি চলাচল শুরু হতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news