ওয়েব ডেস্ক:
পিজি হাসপাতালের মেল মেডিক্যাল ওয়ার্ড থেকে একজন রোগী উধাও হয়ে গেলেন। সম্ভবত সকালের দিকে উধাও হয়েছেন তিনি। রোগীর আত্মীয়রা তাঁর সঙ্গে দেখা করতে এসে দেখেন বিছানা খালি। তাঁরা কিছুক্ষণ অপেক্ষা করেন। তারপর ওয়ার্ড মাস্টারকে জিজ্ঞাসা করেন রোগীর আত্মীয়রা কিন্তু কোনও সদুত্তর পাননি তাঁরা। এরপর শুরু হয় বচসা। রোগীর এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। রোগীর আত্মীয়রা ভবানীপুর থানায় একটা মিসিং ডায়রি করেন।