সীমিতা মুখোপাধ্যায় :
এই যে দুখজাগানিয়া, ধরিয়ে নিয়েছো সিগারেট,
তুমি কি জানো, আমার তেজস্ক্রিয় পুড়ে যাওয়া!
ধোঁয়াগুলো জানে কি
কতটা পরোক্ষ, এই সংক্রমণ?
ছাইগুলো ছাই হতে হতে উড়ে যায়,
হুগলী নদীর তীর ধরে ভেসে যায়
আমাদের মফস্বল বেড়ে ওঠা,
আমি কোলের ওপর তুলে নিয়েছি তোমার পা,
প্রয়োজনগুলো চোখে চোখ রেখে এক্কেবারে বেহায়া!
আমার মতো মেয়েরা ধোঁয়া ছাড়তে ছাড়তে
কু ঝিক্ ঝিক্ উঠে যায় পাহাড়ে…
আমার দুখজাগানিয়া, বলা তো হল না,
‘তোমায় গান শোনাবো’!