চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আসাউদ্দিন ওয়াইসিকে (Asauddin Owaisi) মহম্মদ আলি জিন্নাহর সঙ্গে তুলনা করলেন বিজেপি (BJP) যুব মোর্চার সর্ব ভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। সোমবার হায়দরাবাদে এআইএমআই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আসাউদ্দিন ওয়াইসি ইসলামিক মৌলবাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থার কথা বলেন। এক সময় এই ভাষায় কথা বলতেন মহম্মদ আলি জিন্নাহ।” অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলমিনি-কে (AIMIM) ভোট দিলে তা ভারত বিরোধিতা করার সমান বলেও দাবি করেছেন এই যুবনেতা।
তেজস্বী সূর্য Tejaswi( Surya) বলেছেন, “আকবরউদ্দিন ও আসাউদ্দিন ওয়াইসি সাহেব যখন উন্নয়নের কথা বলেন, তখন আমার হাসি পায়। কারণ তাঁরা, ওলড হায়দরাবাদে কোনোরকম উন্নয়ন তথা পরিকাঠামো উন্নয়নের কাজ করতে দেয় না। তাদের সাধারণ মানুষ চেনে রোহিঙ্গা মুসলমানদের আশ্রয়দাতা হিসেবে।” তিনি আরও বলেন, “আসাউদ্দিন ওয়াইসি সাহেবকে ভোট দেওয়ার অর্থ ভারতের বিপক্ষে যাওয়া। তাদেরকে দেওয়া প্রতিটি ভোট ভারত বিরোধী কাজকে সাহায্য করবে।” বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়ে মিম বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে জিততে সাহায্য করেছে বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের মধ্যেই আসাউদ্দিন ওয়াইসিকে নজিরবিহীন আক্রমণ শানালেন বিজেপির এই যুবা সাংসদ।