নীল বণিক
দেরিতে হলেও অবশেষে টনক নড়ল পশ্চিমবঙ্গ সরকারের। সম্প্রতি কেওড়াতলায় শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙার ঘটনার পর ধর্মতলায় লেলিন মূর্তির নিরাপত্তায় বিশেষ দল গঠন করল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রের খবর, এবার থেকে লেলিন মূর্তির সামনে যেতে হলে অনুমতি নিতে হবে কলকাতা পুলিশের। আগামি বেশ কয়েকদিন লেলিন মূর্তির সামনে রাজনৈতিক দলগুলির কর্মসূচি করতে হলেও পুলিশের অনুমতি নিতে হবে বলে জানা গিয়েছে। সারাদিন লেলিন মূর্তির পাদদেশে থাকবে কলকাতা পুলিশের একটি বিশেষ দল। একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সহ এসি পদমর্যাদার উচ্চপদস্থ পুলিশ কর্তারাও লেলিনের মূর্তির পাহারায় থাকবেন। একই রকম নিরাপত্তার ব্যবস্থা করা হবে কার্ল মার্কসের মূর্তির সামনেও। এমনকি রাতেও লেলিন, কালমার্কসের মূর্তির নিচে পুলিশি নিরাপত্তা থাকবে বলে লালবাজার সূত্রের খবর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan