ভজন গঙ্গোপাধ্যায় :
১৯৫৩ সালে মৃত্যু হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। মৃত্যুর এত বছর কেটে যাওয়ার পরও সেই ঘটনার তদন্ত হল না। তা নিয়েই তাঁর মৃত্যু দিনে সঠিক তদন্ত না হওয়ার অভিযোগ তুললেন তাঁরই অনুজপুত্র ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। মৃত্যুর ৬৪ বছর পর আজ হারিয়ে গেছে অনেক কথাই।
যাঁর জন্য এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ আজ তিনিই যেন হারিয়ে গেছেন ইতিহাসের পাতায়। হায় রে! শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম বা মৃত্যু দিনে আজ আর রাজ্য সরকারের পক্ষ থেকে জোটে না মালা বা শ্রদ্ধা নিবেদন। তাঁরই মৃত্যু দিনে অনেক ইতিহাস থেকে অনেক কথাই শোনালেন তাঁরই অনুজপুত্র চিত্ততোষ মুখোপাধ্যায়।
শেয়ার ও লাইক করুন