নিজস্ব সংবাদদাতা
এবারে বিশ্ব দরবারে ভারতীয় আঞ্চলিক ছবি পেল অনন্য মর্যাদা। প্রথম মলয়ালি ছবি হিসেবে ‘পুলিমুরুগান’ জায়গা করে নিল অস্কার নমিনেশন মূলপর্বের তালিকায়। অরিজিন্যাল ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে নমিনেশন পেল এই ছবিরই ‘মানাথে মারিকুরুম্বে’ আবহসঙ্গীত। বিদেশি ছবির ক্যাটেগরি নয়, একেবারে মৌলিক গান ও মৌলিক আবহসঙ্গীত বিভাগে নমিনেশন পেল এই ছবি। শ্রেষ্ঠাংশে মোহনলাল ও কমলিনী মুখোপাধ্যায়। পরিচালক ভৈশখ। এর আগে এই কৃতিত্বের অধিকারী ছিলেন এ. আর. রহমান।ছবির নাম ‘স্লামডগ মিলিয়নেয়ার’। গান ‘জয় হো’।কিন্তু সে ছবি ছিল ব্রিটিশ প্রোডাকশন। ভারতীয় বিষয় ও কলাকুশলীদের নিয়ে তৈরি হয়েছিল সেই ছবি।সবকিছু ঠিকঠাক চললে, সত্যিই ইতিহাস তৈরি হবে কোডাক থিয়েটারে। অন্য সব ছবির সঙ্গীত পরিচালককে হারিয়ে গোপী সুন্দর কি সত্যিই জায়গা করে নিতে পারবেন? সময়ই বলে দেবে সেটা। দেখুন এই ছবির অস্কার-নির্বাচিত গানটি-
https://youtu.be/5ZhgUG0wPMQ
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan