নীল বণিক
গো-রক্ষার বিষয়টি এখন আর শুধু ধর্মে আটকে নেই, বিষয়ের আইন সংক্রান্ত দিকটি এখন সামনে এসে পড়েছে। কলকাতা হাই কোর্ট রায় দিয়েছে ১৯৫০ সালের রাজ্য সরকারের আইন মোতাবেক একমাত্র ফিট টু স্লটার বা কাটার জন্যে উপযুক্ত গরুগুলিকেই একমাত্র জবাই করা যাবে। অর্থাৎ একজন পশু চিকিৎসক যখন বলবেন যে এই গরুটি শারীরিকভাবে অন্য কোনও কাজের উপযুক্ত নয়, এটির প্রজননকানও পেরিয়েছে, একমাত্র কখনই গরুটিকে ফিট টু স্লটার ছাড়পত্র দেওয়া যাবে। হাইকোর্ট এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেয় রাজ্য সরকারকে।
সরকার হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে, এই দাবি তুলে, চলতি মাসের ১১ তারিখ নবান্ন ঘেরাওয়ের ডাক দিয়েছে রাজ্য গো-রক্ষা সমিতি।আগামী ১১ই সেপ্টেম্বর নবান্ন ঘেরাও কর্মসূচি নিয়েছেন রাজ্য গো-রক্ষা সমিতি। ইদে রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ মানেনি বলে শণিবার অভিযোগ করেন রাজ্য গো-রক্ষা সমিতির সম্পাদক সুব্রত গুপ্ত। তাঁর কথা, “আদালতের পরিস্কার নির্দেশ ছিল পশু চিকিৎসকের অনুমতি ছাড়া গরু হত্যা করা যাবে না। কিন্তু রাজ্য সরকার আদালতের রায় মানেনি” ৯ ও ১০ সেপ্টেম্বর মহত্মা গান্ধী মেট্রো স্টেশনের সামনে তাঁরা অবস্থানে বসবেন বলেও জানিয়েছেন সুব্রত।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan