Breaking News
Home / TRENDING / জন্মাষ্টমীতে হিন্দু বিরোধী তকমা বাঁচাতে সক্রিয় নবান্ন

জন্মাষ্টমীতে হিন্দু বিরোধী তকমা বাঁচাতে সক্রিয় নবান্ন

নীল বণিক :

সামনেই জন্মাষ্টমী, রাজ্য জুড়ে সেই দিনটি ধুমধাম করে পালন করার প্রস্তুতি নিচ্ছে বিশ্বহিন্দু পরিষদ এবং আরএসএস। দুই হিন্দু সংগঠনের রাজ্য নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন এদিনের অনুষ্ঠানে। তাই নিয়ে চিন্তার ভাঁজ নবান্নের কপালে। নবান্ন সূত্রের খবর, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে শোভাযাত্রার শুরু এবং শেষে পুলিশি পাহারা রাখতে হবে। কোনও মতেই সরকারের গায়ে হিন্দু-বিরোধী তকমা না লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে। রামনবমীর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নবান্ন এবার আগে থেকেই সজাগ থাকতে চাইছে। কারণ, সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে হিন্দু সংগঠনগুলি নতুন করে সরকারের বিরুদ্ধে পথে নামতে না পারে তার জন্যই পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তার সঙ্গে জন্মাষ্টমীর দিন ধর্মীয় অনুষ্ঠানে নেতাদের বক্তব্যের ভিডিয়োগ্রাফি করারও নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন সুত্রে।
সূত্রের খবর কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তার সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছে নবান্ন। ইতিমধ্যেই প্রত্যেক জেলার পুলিশ সুপারকেও এ ব্যাপারে তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা। নবান্নের নির্দেশের পরেই জন্মাষ্টমী নিয়ে তথ্য সংগ্রহ করতে উঠে পড়ে লেগেছে কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর। এমনকী জন্মাষ্টমীর সকালে নগর সংকীর্তন বার করার জন্য পুলিশের কাছে অনুমতি নেওয়া হয়েছে কিনা তাও জানতে চেয়েছে নবান্ন। কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি স্থানে এর আগে হিন্দুদের ধর্মীয় মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তা নিয়ে রাজ্য জুড়ে তৈরি হয়েছিল বিতর্ক। রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল হিন্দু সংগঠন গুলি।
তাই এবার জন্মাষ্টমীর সকালে সতর্ক থাকবে পুলিশ। যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়।


লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন :-

অরিন্দম শীলের ‘ধনঞ্জয়’ মুক্তি রক্তচাপ বাড়াতে পারে বুদ্ধদেব ভট্টাচার্যের, বিস্ফোরক পরিচালক মুখ খুললেন চ্যানেল হিন্দুস্তানের সামনে (দেখুন ভিডিয়ো)

Spread the love

Check Also

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

আগামী সপ্তাহে শতাধিক ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান শাখায়

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: উন্নত পরিষেবা পেতে চলেছে পূর্ব রেল হাওড়া-বর্ধমান কর্ড শাখায়, আর তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *