Home / TRENDING / টলিপাড়ায় গেরুয়া নিশান, গ্ল্যামার দুনিয়াতেও ভাগ বসালেন মুকুল

টলিপাড়ায় গেরুয়া নিশান, গ্ল্যামার দুনিয়াতেও ভাগ বসালেন মুকুল

প্রসেনজিৎ ধর:

বিকেলে একঝাঁক টালিগঞ্জের শিল্পী যোগ দিলেন গেরুয়া শিবিরে। অর্থাৎ এবার বদলাতে শুরু করেছে টলিউডের মানচিত্র। আগামীতে ক্ষমতাকেন্দ্রের বড়সড় হাতবদল হলে অবাক হওয়ার কিছু নেই। মঙ্গলবার দিল্লিতে বিজেপি সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরের সদস্য হলেন পার্নো মিত্র, কাঞ্চনা মিত্র, ঋষি কৌশিক, মৌমিতা গুপ্ত, অরিন্দম হালদার, বিশ্বজিৎ গাঙ্গুলিরা। প্রসঙ্গত, এরা প্রত্যেকেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। যাঁরা একইসঙ্গে বাংলা ছবিতেও কম-বেশি কাজ করে থাকেন।

প্রসঙ্গত, মূলধারার রাজনীতিতে অনেক দিন আগেই তৃণমুলকে সফল ভাবে টেক্কা দিয়েছেন মুকুল রায়। বলা বাহুল্য মুকুলের ধারাবাহিক কর্মকাণ্ডে শক্তি বেড়েছে বিজেপির। বাকি ছিল গ্লামার ওয়ার্ল্ড। এবার সেখানেও তৃণমূলকে চাপে ফেলে দিলেন মুকুল রায়, শঙ্কুদেব পণ্ডা, মিলন ভৌমিকরা। উল্লেখ্য, লোকসভা ভোটের পর থেকেই রাজ্যের গেরুয়া বাহিনীর পাখির চোখ ছিল টলিউড।

এদিন মুকুল রায় বলেন, ‘ভূমিকম্প অনেক দিন আগেই শুরু হয়েছে, এখন ধস নামার পর্ব চলছে।’ গেরুয়া শিবিরে নাম লিখিয়ে টালিগঞ্জের শিল্পীরা বললেন, ‘আমরা ইন্ডাস্ট্রিতে ঠিক ভাবে কাজ করতে পারি না। বিশেষ কয়েকজন ব্যক্তির চাপের থাকতে হয় সারাক্ষণ। এমনকী আমরা ওভার টাইম করলেও তার টাকা ঠিক মতো দেওয়া হয় না।

পার্নো, ঋষি কৌশিকরা আরও বলেন, ‘এতদিনে একটা লড়াই করার জায়গা পেয়েছি। ভালো লাগছে। মানুষের জন্য কাজ করতে চাই।’ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘সাহস করে বিজেপিতে এসেছেন এরা। অনেকে তো ভয় পাচ্ছিলেন, পুলিশ লাগিয়ে দেয় যদি।’ দিলীপ আত্মবিশ্বসের সঙ্গে জানান, ‘আগামী দিনে আরও অনেক নামিদামি ব্যক্তি বিজেপিতে নাম লেখাবেন।’

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

One comment

  1. Anjan Mukherjee

    anjanmuk66@Gmail. com

Leave a Reply to Anjan Mukherjee Cancel reply

Your email address will not be published. Required fields are marked *