বিশেষ সংবাদদাতা
যে কোনও রাজনৈতিক লড়াইকে মোটের ওপর তিন ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমত ময়াদানের লড়াই, মিটিং, মিছিল, স্লোগান। দ্বিতীয়ত, ভোটের লড়াই, নির্বাচন মেশিনারি, বুথ ভিত্তিক সংগঠন ইত্যাদি আর তৃতীয়ত, আইনের লড়াই, মামলা-মকদ্দমা।
১০ তারিখ বিজেপির মঞ্চ থেকে মমতার বিরুদ্ধে ময়দানের লড়াই শুরু করে দিয়েছেন। আজ, সোমবার, নয়া দিল্লিতে শুরু তাঁর আইনগত লড়াই। এদিন দিল্লি হাইকোর্ট শুনবেন তাঁর ফোনে আড়ি পাতা সংক্রান্ত মামলার আবেদন। রাজ্য সরকার তাঁর ফোনে আড়ি পাতছে– এই মর্মে মমতার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন মুকুল। একই অভিযোগ রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। তিনিও একই কারনে মামলা করেছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan