Home / TRENDING / ইমরানের ছাড়পত্র, তবু পাক আকাশপথ ব্যবহার করবেন না মোদি
The Prime Minister, Shri Narendra Modi emplanes for Ahmedabad from Mumbai, after attending the commissioning ceremony of the Naval Submarine INS Kalvari, on December 14, 2017.

ইমরানের ছাড়পত্র, তবু পাক আকাশপথ ব্যবহার করবেন না মোদি

ওয়েব ডেস্ক:

কিরঘিজস্থান সফরে গেলেও পাকিস্তানের আকাশপথ ব্যবহার করবেন না নরেন্দ্র মোদি। প্রয়োজনে ঘুরপথে যাবেন। বুধবার ভারতের বিদেশমন্ত্রক জানিয়ে দিল প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের কথা। কোনওভাবেই পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে চান না মোদি।
প্রসঙ্গত, আগামী ১৩ ও ১৪ জুন কিরঘিজস্থানের বিশকেকে সাংহাই কোঅপারেশন অর্গাজাইনেশনের (এসসিও) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে যোগ দেবার কথা রয়েছে মোদির। সমস্যা হল, কিরঘিজস্থান যেতে হলে পাকিস্তানের আকাশপথ হয়ে যাওয়া সহজ। তাই পাকিস্তানের আকাশপথ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য খুলেও দিয়েছিলেন ইমরান খানের সরকার। প্রসঙ্গত, বালাকোটে এয়্যারস্ট্রাইক হওয়ার পর ভারতের জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল পাকিস্তান সরকার। তবে মোদির ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়।

এরপরেও পাকিস্তানের আকাশপথ ব্যবহার করবেন না বলে সিদ্ধান্ত নিলেন ভারতের প্রধানমন্ত্রী। সূত্রের খবর, কিরঘিজস্থান গেলেও অন্যভাবে যেতে পারেন নরেন্দ্র মোদি।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *