Breaking News
Home / TRENDING / ‘দিদিকে বলো’-র নতুন টাস্ক! বিধায়কদের এলাকাভিত্তিক ভিডিও তৈরি করতে নির্দেশ টিম পিকের

‘দিদিকে বলো’-র নতুন টাস্ক! বিধায়কদের এলাকাভিত্তিক ভিডিও তৈরি করতে নির্দেশ টিম পিকের

সূর্য সরকার।

‘দিদিকে বলো’র (Didi ke bolo) নতুন টাস্ক বিধায়কদের। এবার বিধানসভা এলাকাভিত্তিক তথ্য চিত্র চাইলো টিম পিকে। প্রতি বিধায়ককে এক থেকে দু মিনিটের ছোট ভিডিও বানিয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনও বিধানসভা এলাকায় কোন কোন বিশেষ গুরুত্ব দিতে হবে , মূলত সেই সব বিষয়কে একসঙ্গে নিয়ে ভিডিও বানাতে বলা হয়েছে, তৃণমূল সূত্রের খবর।

এখনও সব বিধায়কের কাছে আইপ্যাক থেকে ফোন আসেনি বলেই খবর। বৃহস্পতিবার থেকে ফোন করা শুরু হয়েছে বিভিন্ন বিধায়কদের। ‘দিদিকে বলো’ কর্মসূচিতে নিজস্ব এলাকায় বাড়ি বাড়ি থাকা কর্মসূচি ইতিমধ্যেই করেছে তৃণমূল বিধায়করা। সেই পুরোনো টাস্ক শেষ করে নতুন কর্মসূচি দেওয়া হচ্ছে বিধায়কদের। আগামী ৭ নভেম্বর বিধায়কদের নিয়ে বিজয়া সম্মিলনী করবেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), হবে সংগঠনিক বৈঠকও। সেখানেই নতুন করে বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বলতে পারেন মমতা, মনে করছে দল। ‘দিদিকে বলো’র কর্মসূচি সম্পর্কে বিধায়কদের অভিজ্ঞতা কেমন সে সম্পর্কেও খোঁজখবর নেবেন তৃণমূল সুপ্রিমো।

এসবের মাঝেই বিধায়কদের এই ছোট তথ্যচিত্র তৈরীর নতুন টাস্ক যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং অভিনব বলেই মনে করা হচ্ছে তৃণমূলের অন্দরে। রাজনৈতিক মহলের মতে, বিভিন্ন বিধানসভা এলাকায় যে আর্থসামাজিক চরিত্র একই সঙ্গে সেই জায়গার কি ধরনের দর্শনীয় স্থান রয়েছে সেই জায়গার কি স্থান মাহাত্ম্য, এই সবকিছুই ভিডিওর মধ্যে দিয়ে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে প্রচারে জোর দিতে চাইছে টিম প্রশান্ত কিশোর (Prashant Kishor)। যা অভিনব প্রচার কৌশলও বটে। সেই দর্শনীয় স্থান বা ঐতিহাসিক স্থানের কি গুরুত্ব, সেই স্থানের প্রচারে সংশ্লিষ্ট এলাকার বিধায়ক কি ধরনের ভূমিকা পালন করেছে, এইসব সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে প্রচারের আলোয় নিয়ে আসার অভিনব অভিনব কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস, এমনটাই মনে করছেন এখন ওয়াকিবহাল মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *