চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতায় মেট্রো রেলওয়ের (Kolkata Metro Railway) পরিষেবা । তার ঠিক আগেই শনিবার মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে দেখা গেল মেট্রো স্টেশন চত্বরে এবং ভিতরে পরিষ্কার হতে। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ তরফ থেকে এদিন মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন পুরোপুরি পরিষ্কার করা হয়েছে। প্রথমে জল দিয়ে ধুয়ে মেট্রো স্টেশন চত্ত্বর পরিষ্কার করা হয় । পাশাপাশি স্টেশনে ঢোকার গেট, মেশিন সমস্ত কিছুর জীবাণুমুক্ত করা হয়। এমনকি টলিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে বসার যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো পরিষ্কার করে জীবাণুমুক্ত করা হয়।
কারণ লকডাউনের প্রথম সময় থেকেই মেট্রো পুরোপুরি ভাবে বন্ধ ছিল। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর ধুলোবালি জমে থাকা এবং জীবাণুমুক্ত করার জন্যই এই কাজ করেছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। ১৪ সেপ্টেম্বর থেকে মেট্রোতে প্রবেশ করতে গেলে অনেক কিছু নিয়ম-কানুন মানতে হবে যাত্রীদের। আর সেই কারণে এদিন মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন পরিষ্কার করা হল। অপরিষ্কার স্টেশন থেকে যাতে যাত্রীরা কোনওভাবে অসুস্থ হয়ে না পড়ে সেদিকে নজর রয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news