নীল বনিক :
ইস্টবেঙ্গলের এখন শনির দশা। গতকাল ফেডকাপে হেরে ট্রনে দাঁড়িয়ে ফিরলেন লাল-হলুদের কয়েকজন ফুটবলার। জনশতাব্দী এক্সপ্রেসে দাঁড়িয়ে ফিরতে দেখা গেল গোলকিপার শুভাশিস রায় চৌধুরী, মোহাম্মদ রফিক, নারায়ণ দাস, মেহতাব হোসেন সহ কয়েকজন ফুটবলারকে। দুপুর ১২টা নাগাত জন শতাব্দী এক্সপ্রেসে হাওড়াতে পৌঁছতে লজ্জায় মুখ ঢাকলেন মেহতাব রফিকের মতো ফুটবলারা। ট্রেন থেকে নামতেই কয়েকজন সাংবাদিককে দেকে স্বভাবতই চরম অস্বস্তিতে পড়ে যান শুভাশিস রায় চৌধুরীরা।
লাল-হলুদের ফুটবলাররা জানান, এতে ক্লাবের কোন দোষ নেই। ব্যক্তিগত কাজ থাকাতে আগেই আমাদের কলকাতাতে ফিরতে হয়েছে। তাই রিজার্ভেশন ছাড়াই কলকাতাতে ফিরেছি। তবে ফুটবলপ্রেমীদের প্রশ্ন এভাবে ফুটবলারদের ফেরাটা একেবারেই বেমানান।