নিজস্ব সংবাদদাতা
প্রেমের দিন ভ্যালেটাইনস ডে হঠাৎ করেই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তৃণমূলের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো বটেই! প্রশ্ন হচ্ছে কেন?
তৃণমূলের যাঁরা ভিতরের লোক, ইংরাজিতে যাঁদের বলা হয় ইনসাইডার, তাঁরা বলেন মুকুলের বিজেপিযাত্রা আটকাতে চেয়েছিলেন মমতা। কৌশলগত কারণেই বন্ধ করতে চেয়েছিলেন মুকুলের বিজেপি যাওয়ার পথ। পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের আগে স্থির জলে নাড়া লাগুক তিনি চাননি। তবে শেয পর্যন্ত মুকুলের বিজেপি-বিবাহ আটকানো যায়নি। এরপর থেকেই শুরু হয়েছে মুকুল বধের (রাজনৈতিক বধ) তোড়জোড়। মুকুলঘনিষ্ঠদের বিভিন্ন মামলায় জড়ানো, মুকুলের বিরুদ্ধে বিভিন্ন নেতার অসম্মানসূচক বিবৃতি, ইত্যাদির মধ্যে দিয়ে তৃণমূল ছাড়া মুকুলকে মণিহারা ফণী প্রমান করার চেষ্টার কসুর করেনি তৃণমূল। তবুও মুকুলের সভায় মানুষের জমায়েত ক্রমশ বেড়েছে। এবার তাই মুকুলকেই গারদে পোরার জন্য পুরনো একটি খুনের মামলা শশ্মানের ছাই থেকে তুলে এনেছে মমতা-বাহিনী। হলে কী হবে! এক্ষেত্রেও আরও একবার আদালতে মুখ পুড়ল রাজ্য সরকারের!
কাঁচড়াপাড়ায় কংগ্রেস নেতা মিলন কান্তি সিংহ রায় খুনের ঘটনায় এখনই মুকুল রায়কে গ্রেফতার করতে পারবে না রাজ্য পুলিশ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচি রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অপ্রতোষ মজুমদারকে নির্দেশ দেন, আগে আদালতে কেস ডায়রি জমা করতে হবে। এমনকি কংগ্রেস নেতার ময়না তদন্তের রিপোর্টও আদালতে পেশ করতে হবে রাজ্যকে। ডেথ সার্টিফিকেট সহ সব তথ্যই আগামী ১৪ ফেব্রুয়ারীর মধ্যে রাজ্যকে জমা করতে হবে। আদালত মুকুল রায়কেও তদন্তের স্বার্থে সবরকম সহযোগিতা করার নির্দেশ দেয়। প্রসঙ্গত, কংগ্রেস নেতা খুনের ঘটনায় মুকুল রায়কে গ্রেফতার করতে উঠেপড়ে লেগেছিল বীজপুর থানার পুলিশ। গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায়।
আপাতত দলত্যাগী মুকুলকে শায়েস্তা করতে প্রেমের দিন, ভ্যালেটাইনস ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছে তৃণমূল। মুকুল অবশ্য ইতিমধ্যেই উড়ে গেছেন দিল্লি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news