শৌভিক সান্যাল :
রবিবার কলকাতা ফিরলেও রাজ্যবাসী যখন মাহেশ আর ইসকনের রথ নিয়ে মেতে উঠেছে, কলকাতা জুড়ে যখন রথযাত্রার জিলিপি আর পাঁপড়ভাজা খেতে মগ্ন আম আদমি তখন কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনও শুভেচ্ছাবার্তা আসেনি।
এদিন মুখ্যমন্ত্রী নেই বলে ইসকনের রথের সূচনা করেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং পঞ্চায়েত ও গ্রামউন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। রাজ্য রাজনীতির এই দুই গ্ল্যামারাস নেতাকে অনেকেই রথযাত্রার সূচনা পর্বে দেখে অবাক হয়েছিলেন। কারণ, মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে থাকার কথা থাকলেও, কলকাতার বাইরে থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। কিন্তু এদিন হয়তো অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুভেচ্ছাবার্তা আশা করেছিলেন। এই থেকেই বোঝা যায় দুরেই থাকুন বা কাছে, মমতা আছেন মমতাতেই। যদিও বা গতকাল সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।