নিজস্ব সংবাদদাতা
মুকুল রায় যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসকে আঘাত করতে সক্ষম হয়েছেন এবং সেই আঘাতের ব্যথা যে স্বয়ং দলনেত্রী অনুভব করছেন, তা কার্যত স্বীকার করে নিলেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এর আগে একবার বিধানসভার মধ্যেই নাম না করে মুকুলের দল ছাড়ার বিযয়টি আলগোছে বলেছিলেন মমতা। বুধবার দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে আরও স্পষ্ট করে ও আরও তীব্র ভাষায় মুকুলের বিষয়টি উল্লেখ করেন দলনেত্রী। এতদিন কখনও পার্থ কখনও অভিষেক আবার কখনও বা অর্জুন কিংবা কল্যাণ মুকুলকে আক্রমণ করেছেন। তাঁদের বক্তব্যে যে বিষয়টি বারবার ফুটে উঠেছে তা হল মুকুল কোনও ফ্যক্টর নয়। মুকুলের দলত্যাগ দলে কোনও দাগ কাটতে পারবে না। তবে এদিন মমতার কথায় পরিস্কার হয়েছে শুধু দাগ কাটা নয় ত্রিপুরায় ইতিমধ্যেই মুকুল ক্ষতের সৃষ্টি করেছেন। এদিন তৃণমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটির বৈঠকে মুকুল রায়কে “গদ্দার” বলে অভিহিত করেছেন মমতা। তবে সরাসরি মুকুলের নাম না করে তিনি বলেছেন, ‘ত্রিপুরায় আমাদের একটা জায়গা তৈরি হচ্ছিল; কিন্তু একজন গদ্দার সেটা নষ্ট করে দিয়েছে।’ ত্রিপুরাতে মুকুলের নেতৃত্বে কংগ্রেস ভেঙে দলীয় সংগঠন তৈরি করে তৃণমূল জাতীয় দলের মর্যাদা পেয়েছিল।আঞ্চলিক দল থেকে জাতীয় দলে উত্তরণের জন্য মুকুলের সাংগঠনিক দক্ষতা, যোগাযোগ স্থাপনে তাঁর সহজাত প্রতিভাকেই সেদিন কাজে লাগিয়ে ছিলেন মমতা। মমতার এদিনের বক্তব্য শুনে মুকুল সরাসরি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তবে বলেছেন, ‘কিছু সময়ের অপেক্ষা, তৃণমূল আবার জাতীয়দলের মর্যাদা হারিয়ে আঞ্চলিক দলে পরিণত হবে।”
মমতার কথা মতো মুকুল কি ত্রিপুরাতে দলের সঙ্গে গদ্দারি করেছিলেন? ত্রিপুরায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুদীপ বর্মনের এই বিষয়ে বক্তব্য খুব পরিস্কার। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র জাতীয় দলের স্বীকৃতি পেতে আমাদের ব্যবহার করেছিলেন। দল চালাবার জন্য কোনও সহযোগিতা আমরা পাইনি।” তাছাড়া সুদীপরা মনে করেন, মানিক সরকারের বিরুদ্ধে লড়াইতে মমতা সিরিয়াস নন। তাই বিজেপিই তাঁদের একমাত্র পছন্দ। সুদীপের যুক্তি অনুযায়ী, দলে থেকে মুকুল দলের সঙ্গে গদ্দারি করেছেন, মমতার এই দাবি খাটে না।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news