ওয়েব ডেস্ক:
প্রিয়ঙ্কা চোপড়ার এখন তুঙ্গে বৃহস্পতি। ধুলো ধরলে সোনা হচ্ছে! বলিউড, হলিউড সর্বত্রগামিনী। দুই উডেই সমান জনপ্রিয়। মেয়ের বয়স হচ্ছে বিয়ের কথা ভাবছেন কিনা, জিজ্ঞেস করলেই মা মধু চোপড়া বলছেন, এখনই কেন! ও জীবনে অনেক লড়াই করেছে। আজ এখানে এসে পৌঁছেচে। ওর যাকে মনের মানুষ মনে করবে, যার ওপর ভরসা করতে পারবে তাকেই বিয়ে করবে। হুড়োহুড়ি করার কোনও প্রয়োজন নেই। তবে এখনই বিয়ে করার দরকার নেই। সময় অনেক পড়ে আছে।