চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নিট (NEET) পরীক্ষার্থীদের জন্য কলকাতা শহরে আজ বিশেষ মেট্রো রেলওয়ে (Kolkata Metro Railway) পরিষেবা দেওয়া হল। রবিবার সকাল বেলা মেট্রো স্টেশনে দেখা গেল নতুন নিয়মানুযায়ী যাত্রীদের প্রবেশ। প্রথমে মেট্রো প্রবেশ করতে গেলে যাত্রীদের থার্মাল স্ক্রীনিং করে মেট্রো প্রবেশ করতে হচ্ছে । এবং মেট্রোর প্রবেশ করার পর সেখানে সমস্ত যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করতে হচ্ছে । স্টেশন চত্বরে উপস্থিত রয়েছেন সমস্ত মেট্রো আধিকারিকরা। এবং মেট্রো যারা কর্মী আছেন তাদের মাধ্যমে মেট্রো স্টেশন পুরোপুরি জীবাণুমুক্ত করার কাজ চলছে। এর পাশাপাশি আধিকারিকরা উপস্থিত রয়েছেন তারা সমস্ত রকম সুরক্ষাবিধি মেনে এদিন সেখানে কাজকর্ম করছেন। তারা নিজেরাও গ্লাভস ও ফেস শিল্ড পরে রয়েছেন ।
N EET examinees happy with the Special arrangements for them to reach their reporting centres.. pic.twitter.com/Gu44XWYxsw
— METRO RAIL KOLKATA (@metrorailwaykol) September 13, 2020
সমস্ত যাত্রীদের নিয়ম কারণ সম্পর্কে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন এবং মেট্রোর মধ্যে প্রবেশ করার পর অর্থাৎ মেট্রোয় ওঠার পর একজন যে সিটে বসবেন তারপর তিনটি সিট বাদ দিয়ে আরেকজনকে বসতে হচ্ছে। একজন যাত্রী পর তিনজন যাত্রীর জায়গা ছেড়ে আরেকজনকে বসতে হচ্ছে। এই ভাবেই ‘নিউ নরমাল’ নিয়মে যাত্রীদের মেট্রোর পরিষেবা দিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে হিসেবে মতো আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শহর কলকাতা মেট্রো পরিষেবা পুরোপুরি ভাবে শুরু হচ্ছে এবং প্রত্যেকটি মেট্রো স্টপেজে ৩০ সেকেন্ড করে দাঁড়াবে এবং প্রতি ১৫ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো বলে জানা গেছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে।