চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কথামতো সোমবার সকাল থেকে যাবতীয় সুরক্ষাবিধি মেনে শুরু হল শহর কলকাতার মেট্রো (Kolkata Metro Railway) পরিষেবা। এদিন সকাল থেকেই মেট্রোর বাইরে দেখা যায় যাত্রীদের লাইন। সকাল থেকে মেট্রো স্টেশনের বাইরে অনেক যাত্রীদের দেখা যায়। মেট্রোয় প্রবেশ করতে গেলে কিন্তু তাদের প্রত্যেককে ‘নিউ নরমাল’ নিয়মবিধি মানতে হচ্ছে । প্রথমে নিজেদের থার্মাল স্ক্রীনিং করে ভেতরে প্রবেশ করতে হচ্ছে, তারপর মেট্রোতে প্রবেশ করার পর নিজেদের হাত জীবাণুমুক্ত করতে হচ্ছে এবং স্টেশন চত্বরের মধ্যে যেন প্রত্যেকটি মানুষ নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখে সেই দিকটা বারবার করে লক্ষ রাখতে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ আধিকারিকরা যেমন ছিলেন উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কর্মীরা।
কোনও মানুষ যাতে একসঙ্গে এক জায়গায় ভিড় না জমায় সেদিকটা বারবার করে খেয়াল রাখা হচ্ছে । প্রত্যেকটি যাত্রীকে তাদের মোবাইলের পথদিশা অ্যাপ রাখতে হচ্ছে সঙ্গে, রাখতে হচ্ছে আরোগ্য সেতু অ্যাপ এবং সমস্ত রকম মেট্রো রেলের নিয়মবিধি মেনে যাত্রা করতে হবে যাত্রীদের। খানিকক্ষণ পরেই প্রবেশ করে মেট্রো । একে একে মেট্রোর মধ্যে প্রবেশ করা এবং নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রত্যেকে আসন গ্রহণ করতে হয়েছে যাত্রীদের। যেখানে কেউ বসবে না সেই জায়গাগুলো মেট্রোর তরফ থেকে কাটা চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। অযথা কেউ যেন মেট্রোর মধ্যে ভিড় না করে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। প্রত্যেক যাত্রীকে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করে, মেট্রোতে চড়তে হবে, এমনটাই জানিয়েছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।