Breaking News
Home / TRENDING / ইস্টবেঙ্গলে লাজংয়ের জাপানি মিডফিল্ডার

ইস্টবেঙ্গলে লাজংয়ের জাপানি মিডফিল্ডার

ওয়েব ডেস্ক:

গত মরশুমের লাজংয়ের মিডফিল্ডার ইয়ুকা কিনোওয়াদিকে দলে চাইছেন লালহলুদের নতুন কোচ খালিদ জামিল। দুর্দান্ত খেলেছিলেন এই জাপানি মিডফিল্ডার। এশিয়ান কোটার ফুটবলার হিসেবেও নথিভুক্ত করা যাবে। কোচ খালিদের পারামর্শমতো আগেই সিরিয়ান মিডফিল্ডার আমনাকে দলে নিয়েছেন লালহলুদ কর্তারা। সইসাবুদও শেষ।
নতুন কোচের পছন্দের তালিকায় রয়েছেন গতবছর ইস্টবেঙ্গলে খেলে যাওয়া উইলিস প্লাজাও। প্লাজাকে পছন্দ মনোরঞ্জন ভট্টাচার্যেরও। কিন্তু প্লাজার মাঠে ঢিলেঢালা মনোভাবটা খেলার মুড নষ্ট করে দেয়। ফলে, অন্য মাঠে থাকা অন্য ফুটবলাদেরও খেলার ছন্দ নষ্ট হয়। তবে খালিদ নাকি কর্তাদের বলেছেন, প্লাজার এই মনোভাব ঠিক করে দেবেন। এটা যদি করতে পারেন খালিদ তাহলে ভয়ংকর হয়ে উঠতে পারেন প্লাজা। এমন্টাই অনেকে মনে করেন। তবে ইয়ুকা কিনোওয়াদি এবং প্লাজার সঙ্গে এখনও চুক্তি হয়নি কথা হয়েছে।
লালহলুদের রক্ষনভাগ নিয়েও চিন্তিত কোচ খালিদ জামিল। লালহলুদ কর্তারাও মনে করেন রক্ষণ এবং গোলকিপারের জন্য গতবছর বেশ কিছু ম্যাচ হাতছাড়া হয়েছিল। তাই রক্ষণেও জোর দিতে চাইছেন কোচ আর কর্তারা। তবে কতজন বিদেশিকে আই লিগে নেওয়া যেতে পারে সেই সিদ্ধান্তে এখনও পৌঁছায়নি ফেডারেশন। তাই কোচ খালিদ জামিলও ঠিক করতে পারছেন না দুই বিদেশি স্টপারে যাবেন, না মিডফিল্ডে, না স্ট্রাইকারে। রক্ষণে অর্ণব মণ্ডল থাকায় ডিফেন্সে একজন বিদেশি হলেই চলবে মনে করেন কোচ এবং কর্তারা।

 

Spread the love

Check Also

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

আগামী সপ্তাহে শতাধিক ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান শাখায়

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: উন্নত পরিষেবা পেতে চলেছে পূর্ব রেল হাওড়া-বর্ধমান কর্ড শাখায়, আর তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *