মধুমন্তী :
অবশেষে ঠিক হল ইমতিয়াজ আলির পরবর্তী ছবির নাম। শাহরুখ-অনুষ্কা অভিনীত এই ছবির নাম ‘জব হ্যারি মেট সেজাল’। ছবিটি প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেনমেন্ট। এখান থেকে শুক্রবার ছবির দু’টি পোস্টার রিলিজ করা হয়েছে।
তবে পোস্টার নজরে আসার সঙ্গেসঙ্গেই নিন্দুকেরা বলছেন, এই ছবিতে ছাপ পড়তে পারে ইমতিয়াজেরই ছবি ‘জব উই মেট’ এবং ২০১৫ ‘তমাশা’ ছবির। কারণ, পোস্টারেই ধরা পড়ছে ছবির জুটির আনন্দঘন মুহূর্ত। এমনকী ‘জব উই মেট’-এর সঙ্গে নামও প্রায় মিলে যাচ্ছে।
অনেকে এমনও বলছেন ছবিটি নাকি ১৯৮৯-এর রব রেইনার পরিচালিত ছবি ‘হোয়েন হ্যারি মেট শ্যালি’র রিমেক।
ছবির শুটিং হয়েছে বুদাপেস্ট, প্যরাগুয়ে এবং ভারতে। ‘রব নে বনা দি জোড়ি’ এবং ‘জব তক হ্যায় জান’-এর পর শাহারুখ-অনুষ্কার এটি তৃতীয় ছবি। অনুষ্কা অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ক্যামিও চরিত্রে শাহরুখের দেখা মিললেও তাঁরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি। আশা করা যাচ্ছে ৪ অগাস্ট মুক্তি পেতে পারে এই ছবি।