ওয়েব ডেস্ক :
বেলভিউতে গিয়ে শাসক দলের একসময়ের প্রিয় পাত্র ইকবাল আহমেদকে নোটিশ ধরালো সিবিআই। নোটিশে বলা হয়েছে ২২ জুন নিজাম প্যালেসে তাঁকে হাজির হতে হবে। আরও একদফা জিজ্ঞাসাবাদ করার জন্যই এই নোটিশ বলে জানা গিয়েছে। এই নিয়ে মোট চতুর্থবার সিবিআইয়ের কাছ থেকে জিজ্ঞাসাবাদের তলব পেলেন মহম্মদ ইকবাল।