চ্যানেল হিন্দুস্থান,নিউজ ডেস্ক:
আগামী কয়েকদিন ধরে শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলে চরম ভোগান্তি সতর্কতা নিত্যাযাত্রীদের। শিয়ালদহ স্টেশনের ১ নম্বর থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম পুরোপুরি বন্ধ থাকছে আগামী ৬ জুন অর্থাৎ আজ মধ্যরাত থেকে ৯ জুন বেলা ২ টো পর্যন্ত, জানালো শিয়ালদহ শাখার ডি.আর.এম দীপক নিগম। কিন্তু শিয়ালদহ স্ট্রেশনে মোট ২১টি প্লাটফর্মের মধ্যে ১৬ টি প্ল্যাটফর্ম যাত্রী নির্দিষ্টভাবে পরিষেবা দেবে, আশ্বাস দিয়েছেন রেল দপ্তর। কিন্তু কেন ?
রেল সূত্রে খবর, আগামী জুলাই মাসের শুরু থেকেই শিয়ালদহ স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম ১২ কামরার লোকাল ট্রেন যাতায়াতের জন্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হচ্ছে। অফিস টাইমে অতিরিক্ত ৩৩ শতাংশ যাত্রী বহন করতে পারে তার জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পূর্ব রেলদপ্তর। জানা যাচ্ছে, প্রায় ৩০০ টি লোকাল ট্রেনকে ৯ কামরা থেকে ১২ কামরার ট্রেনে বদলে দেওয়া হবে। যার ফলে প্রতি লোকাল ট্রেনে অতিরিক্ত ১০০০ যাত্রী বহন করতে পারবে, আর তাতে নিতযাত্রীরা অফিস টাইমে সহজেই যাতায়াত করতে পারবে।
তাই ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম আজ রাত ১২ টা থেকে সম্পূর্ন ভাবে বন্ধ রাখা হবে। তার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় একেবারে স্বাভাবিক পরিষেবা থাকলেও মেইন এবং নর্থ শাখাতে ট্রেনের সময়সূচি কিছুটা পরিবর্তন হচ্ছে। তবে ট্রেনের সংখ্যা সামান্য কমলেও, যাত্রীদের অসুবিধা কমাতে যেকটি ট্রেন চলবে সব ১২ কামরার ট্রেন।
শুধু তাই নয়, ৪ টি দূরপাল্লার ট্রেন এই কয়েকদিন শিয়ালদা স্টেশনের বদলে একই সময়ে কলকাতা স্টেশন থেকে রওনা দেবে, সেগুলো হলো শিয়ালদহ -আজমের এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস,শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদহ আসানসোল এক্সপ্রেস।
বেশ কিছু ট্রেন দমদম স্টেশন দিয়ে যাতায়াত করানো হবে। তাছাড়া দমদম থেকে কলকাতা পর্যন্ত অতিরিক্ত বাস পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকারকে আর্জি জানিয়েছেন রেল দপ্তর। মেট্রোকেও একই আর্জি জানিয়েছে পূর্ব রেল।