ওয়েব ডেস্ক :
ঠাকুরপুকুর থানা এলাকার গনি পাড়ার জাইগীরহাট রোডের একটি পুকুরে বুধবার সকাল থেকে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেহটি দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশকে খবর দেন স্থানীয়রাই। পেশায় ফল বিক্রেতা ওই ব্যক্তির নাম মহম্মদ নওসাদ। দেহটি উদ্ধার করার পর বিদ্যাসাগর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, নওসাদের দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। পেশায় ফল বিক্রেতা হলেও প্রতিবন্ধী ছিলেন তিনি। প্রাথমিকভাবে খুন মনে হলেও এদিন রাত পর্যন্ত কোনও মামলা রুজু করেনি পুলিশ।
লাইক ও শেয়ার করুন