Home / TRENDING / ওয়াইসি-কপিল-ওয়ারিশ পাঠানের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতার জন্য এফআইআর দায়ের

ওয়াইসি-কপিল-ওয়ারিশ পাঠানের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতার জন্য এফআইআর দায়ের

নিজস্ব প্রতিনিধি।

মিমি নেতা আসাউদ্দিন ওয়াইসি (Asauddin Oishi) ও তাঁর সতীর্থ ওয়ারিশ পাঠান (Waris Pathan) ও বিজেপি নেতা কপিল মিশ্র (Kapil Mishra) বিরুদ্ধে এফআইআর দায়ের হল। শুক্রবার কর্নাটকের কালবুগির বাসিন্দা বালকৃষ্ণ রাও নামধারী এক ব্যক্তি মুঘলপুরা থানায় অভিযোগ দায়ের করেছেন। সাম্প্রদায়িক ভাষণ দিয়ে এলাকায় এলাকায় দাঙ্গা পরিস্থিতি তৈরি করার জন্য এই ব্যক্তির জন্য বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। উত্তর-পূর্ব দিল্লিতে সংঘর্ষের ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সংঘর্ষের ঘটনা শুরুর আগেই বিজেপি কপিল মিশ্র সহ আসাউদ্দিন ওয়াইসির বক্তৃতা তাতে ইন্ধন দিয়েছিলো বলে ওই এফআইআর-এ উল্লেখ করা হয়েছে।

এফআইআর-এ বলা হয়েছে দিল্লিতে নাগরিক সংশোধনী আইনের বিরোধিতা করে দিল্লিতে যে আন্দোলন চলছে আন্দোলন বিরোধিতা করে কপিল মিশ্র বক্তৃতা দেওয়ার পরেই গোলমাল শুরু হয়। মিম নেতা ওয়ারিশ পাঠান অবস্থিত সেই সমস্ত সংঘর্ষে অনুঘটকের কাজ করেছিল। ভারতীয় পেনাল কোডের ১৫৩, ১৫৩-এ, ১১৭, ২৯৫-এ ও ১২০-বি ধারায় ওই তিন নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *