Breaking News
Home / TRENDING / করোনায় মৃত্যু কমছে, বাড়ছে সুস্থতার হার, স্পষ্ট করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন

করোনায় মৃত্যু কমছে, বাড়ছে সুস্থতার হার, স্পষ্ট করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

নভেল করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে ভারতে মৃত্যুর সংখ্যা যেমন কম, তেমনি সুস্থ হয়ে ওঠার হারও অনেক সন্তোষজনক। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন (Harshvardhan)। শুক্রবার দিল্লি মেডিকেল অ্যাসোসিয়েশনের একবার ভারচুয়াল সেমিনারে যোগ দেন তিনি। সেই সেমিনারে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ভারত সরকারের পদক্ষেপকে ইতিবাচক বলে দাবি করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “কোভিড-১৯ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সবরকম গঠনমূলক পদক্ষেপ নিচ্ছে। যেই কারণে ভারতে দ্রুতই সুস্থতার হার যেমন বাড়ছে। তেমনই মৃত্যুর হারও অনেক কম।” প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণে দেশে সুস্থ হয়েছেন ৫৭,৩৮১ জন। ভারতে এখন সুস্থতার হার ৭১.৬১ শতাংশ। আর মৃত্যুহার ১.৯৪ শতাংশ। যা নিয়ে এদিন সন্তোষ প্রকাশ করেছেন দেশের স্বাস্থ্যমন্ত্রী।

অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, ১৫ অগস্ট শনিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৫,২৬,১৯২। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৯,০৩৬ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৮,০৮,৯৩৬ জন। ভারতে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৬,৬৮,২২০। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫,০০২ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৯৬ জনের। ডস্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, এ পর্যন্ত দেশে কোভিড-১৯-এ মোট ৪৯,০৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯৯৬ জন। মৃত্যুর নিরিখে প্রথম পাঁচটি রাজ্য, মহারাষ্ট্রে ১৯,৪২৭, তামিলনাড়ুতে ৫,৫১৪, দিল্লিতে ৪,১৭৮, কর্নাটকে ৩,৭১৭ এবং গুজরাতে ২,৭৪৬। ষষ্ঠ ও সপ্তম স্থানে অন্ধ্রপ্রদেশে ২,৪৭৫ এবং উত্তরপ্রদেশে ২,৩৩৫ । পশ্চিমবঙ্গে ২,৩১৯ মৃত্যু তালিকায় অষ্টম স্থানে রয়েছে।

Spread the love

Check Also

পুলিশ ডায়রির আগেই পোস্টমর্টেম! দাহ করার পর এফআইআর! বিস্মিত সুপ্রিম কোর্ট

মঙ্গলবার আরজি কর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মহিলা ডাক্তারকে ধর্ষণ-হত্যার তদন্তে …

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *