মধুকল্পিতা চৌধুরী :
নারাদাকান্ডে ইডি-র ম্যারাথন জেরার মুখে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। এদিন বেলা ১২টা নাগাদ সল্টলেকের ইডি দফতরে যান মদন মিত্র। ইডি আধিকারিকেরা প্রায় ৫ঘন্টা জেরা করে তাঁকে।
‘ইডি ডেকেছিল তাই এসেছিলাম’ জেরা শেষে এমনি জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। পাশাপাশি তিনি জানান, যা বলার তিনি ইডি-কেই জানিয়েছেন। যা জিজ্ঞাসা করেছিলেন ইডি-র আধিকারিকেরা তার উত্তরও দিয়েছেন বলে জানান তিনি। ভবিষ্যতেও ইডি আধিকারিকদের তদন্তে সবরকম সাহায্য করবেন বলে জানান তিনি। তবে, টাকা নেওয়ার কথা আসলে প্রসঙ্গ এড়িয়ে যান তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan