ওয়েব ডেস্ক :
অবশেষে কলকাতা পৌঁছলেন প্লাজা আর মিচেল। জেট ল্যাগ থাকলেও উপায় নেই। নো বিশ্রাম! কোচ খালিদ জামিলের নির্দেশে সোমবার দুপুরেই লালহলুদ ক্লাবে আসতেই হবে।
প্লাজা আর মিচেল দু’জনেই ব্যস্ত ছিলেন নিজ দেশের জাতীয় দলের হয়ে খেলার জন্য। দু’জনই শহরে পা দিয়েই জানতে চেয়েছেন স্থানীয় লিগের দলের খেলা কবে? মিচেল লালহলুদ সম্পর্কে সব জেনে নিয়েছেন সতীর্থ প্লাজার থেকে। তিনি বলেওছেন, প্লাজার কাছ থেকে সব শুনে নিয়েছি। ডার্বি কবে?
সোমবার সকালে প্র্যাকটিস নেই। তবে বিকেলে জিম অনুশীলন রয়েছে। প্লাজা-মিচেল দু’জনই আসবেন কোচের নির্দেশে। প্লাজা জানিয়েছেন, আই লিগ জয়ী কোচ কোচিং করাবেন। খুব ভাল। মিচেলও বলেছেন, শুনেছি বহু বছর ইস্টবেঙ্গল আই লিগ পায়নি। এবার আপ্রাণ চেষ্টা করব ট্রোফিটা লালহলুদে আনতে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :-
ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু দেশের মুখ উজ্জ্বল করলেও চাকরি পেলেন দু’দিন আগে