Breaking News
Home / TRENDING / সর্বভারতীয় তকমা হারানোয় খোঁচা দিলীপের

সর্বভারতীয় তকমা হারানোয় খোঁচা দিলীপের

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে ধরনের দুর্নীতি হিংসা, মারামারি, সাম্প্রদায়িক হিংসা হচ্ছে, তা সারা ভারত তৃণমূল কংগ্রেসের আসল রূপটা জেনে গেছে। কোথাও কেউ আর ভোট দিচ্ছে না তৃণমূল কংগ্রেসকে। প্রচুর টাকা খরচা করেছেন, গোয়া এবং ত্রিপুরায় মনিপুর ও আসামে আর কোথাও ভোট পায়নি।
স্বাভাবিকভাবেই তাদের ভোটের পার্সেন্টেজ কমে গেছে।

আর গতকাল সর্বভারতীয় তকমা চলে যাওয়ায়, এখন বড় প্রশ্ন পশ্চিমবঙ্গে তারা কি এখন অস্তিত্বের জন্য লড়াই করছে ? সর্বভারতীয় পার্টি হবার স্বপ্ন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন, দিল্লি জেতার স্বপ্ন, আপাতত মুলতুবি রেখে, অস্তিত্ব টিকিয়ে রাখার প্রধান লক্ষ্য হওয়া উচিত ?

আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমি তো বলি, নির্বাচন কমিশনের সামনে ধর্ণা শুরু করে দিন, ইট পাথর মারুন, যেটা তৃণমূল কংগ্রেসের কালচার। আদালতে গিয়ে কি হবে? নির্বাচন কমিশনের সিদ্ধান্তেই আদালত সম্মতি জানাবে। এখানে পঞ্চায়েত নির্বাচনেও তাই হয়েছে। সংবিধান নিয়ম-কানুন এরা কিছুই মানেন না এই পার্টিটাকেই সম্পূর্ণভাবে ব্যান করা উচিত প্রাদেশিক বা সর্বভারতীয় নয়।”

দিলীপ ঘোষ আরও বলেন, “গুলি তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। হাইওয়ের উপরে কয়লা ব্যবসায়ী রাজু ঝা মারা গেল । এনজিপি স্টেশন তো একটা দুর্বৃত্তদের আড্ডা, মাফিয়াদের আড্ডা সহ-সহ কোটি টাকার এদিক ওদিক হয়।রাজু ঝা খুনের কিনারা হয়নি কিন্তু সেখানেই আবারও খুন হয়ে গেল।”

“ওখানে একের পর এক ঘটনা হয়েই চলেছে। এমনিতেই কোল বেল্ট, গুন্ডা মাফিয়া দের দৌরাত্ম্য রয়েছে। অবৈধ টাকা থাকলে গন্ডগোল হয়। সেটা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাচ্ছে। নির্ভয়ে দুর্বৃত্তরা দাপিয়ে বেড়াচ্ছে, আর পুলিশ প্রশাসন খুঁজে পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী। তিনি পার্টি বাঁচাবেন না সরকার বাঁচাবেন সেই দিক দেখছেন ফলে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে।”

রাজ্যপালের আচমকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন প্রসঙ্গে দিলীপ বলেন,
” ঠিক করেছেন রাজ্যপাল। গভর্নর যে কাজ করছেন ধীরে ধীরে তিনি বোঝার চেষ্টা করছেন। এর আগের গভর্নরকে আমরা দেখেছি যখন তিনি বিশ্ববিদ্যালয়ে যেতেন পালিয়ে যেতেন ভাইস চ্যান্সেলররা।”

“বর্তমান রাজ্যপাল জেনেছেন ব্যাপারটা। কথা বলছেন, যাচ্ছেন, যেটা বলবেন সেটা করছেনও। তিনি বাস্তব পরিস্থিতি খোঁজ নিয়ে তার কাজ শুরু করেছেন। কারো কারো অস্বস্তি হচ্ছে, আমাদেরও অপেক্ষা করা উচিত। উনি বিদ্বান মানুষ, অভিজ্ঞ মানুষ, তিনি বাংলার পরিবর্তনে কাজ করবেন। বাংলার ইমেজ ঠিক করা যায় তার চেষ্টা করছেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *