নীল বণিক :
অবিলম্বে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানালেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। তার দাবী সরকার ও বিজেপির নেতারা এক নয়। বিজেপির নেতারা এই নিয়ে বিবৃতি দিলেও কেন্দ্রীয় সরকার কেন চুপ। তাই কেন্দ্রকে নেতাজির মৃত্যু সংক্রান্ত আরটিআইয়ের চিঠি বাতিল করতে হবে বলে জানান দেবব্রত বিশ্বাস। তার সঙ্গে সরকারের কাছে নেতাজি সংক্রান্ত যে-ফাইল গুলি আছে তাও প্রকাশ্যে আনার দাবি জানান তিনি।
নেতাজি সব সময় সেকুলারিজমে বিশ্বাসী। তাই তাঁর পরিবারের সদস্য হয়ে চন্দ্রনাথ বসু কীভাবে বিজেপিতে নাম লেখালেন ? এই প্রশ্ন তুলে বিজেপির রাজ্য সহসভাপতি চন্দ্রনাথ বসুকেও তীব্র কটাক্ষ করেন দেবব্রত বিশ্বাস।