Breaking News
Home / TRENDING / Big News Alert : মমতার মুসলিম ভোট ব্যাঙ্ক ভাঙতে তৃণমূলেই ছিপ ফেললেন প্রিয়ঙ্কা

Big News Alert : মমতার মুসলিম ভোট ব্যাঙ্ক ভাঙতে তৃণমূলেই ছিপ ফেললেন প্রিয়ঙ্কা

দেবক ব্যানার্জি

মমতার মুসলিম ভোট ব্যাঙ্কে এবার নজর কংগ্রেসের।

কংগ্রেসের বললে কম বলা হবে। মমতার ভোটব্যাঙ্কে এবার দৃষ্টি দিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধি স্বয়ং।
কংগ্রেসের হাই কম্যান্ড সূত্রের খবর মমতার মুসলিম ভোট ব্যাঙ্ক নিয়ে মাথা ঘামাচ্ছেন প্রিয়ঙ্কা। রাজ্যের মুসলিম অধ্যুষিত জেলাগুলি, যেখানে কম বেশি ৮০ টি বিধানসভা আসন, যেখানে মুসলিম ভোটই প্রধান ফ্যাক্টর, সেখানে নিজের কোর টিমের মারফত সরাসরি যোগাযোগ রাখছেন স্বয়ং প্রিয়ঙ্কা।

কী চাইছেন তিনি? সূত্রের মতে, মুসলিম জনগোষ্ঠীর ওপর প্রভাব আছে এমন কোনও রাজনৈতিক ব্যক্তি বা ব্যক্তিদের খুঁজছেন তিনি। তাঁর ‘লোক’ মারফত এই ধরনের রাজনীতির খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর তো আছেই এমনকি উত্তর ২৪ পরগণা ও নদিয়াতেও সিঁধ কাটতে চাইছে কংগ্রেস। তৃণমূলের একজন বা তার বেশি নেতার সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন প্রিয়ঙ্কার প্রতিনিধিরা। তৃণমূল ছাড়াও অন্য দলের একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে তাঁদের।

মমতার ইমেজ ও লক্ষী ভাণ্ডার পেরিয়ে প্রিয়ঙ্কা কি পারবেন? এই প্রশ্ন দলের মধ্যেও রয়েছে। তবে কোন ফর্মুলায় কী করতে চাইছেন প্রিয়ঙ্কা তা প্রত্যাশিত ভাবেই প্রকাশ করতে চাইছে না দল।

সূত্রের কথায়, সব কিছু ঠিকঠাক চললে আগামী বিধানসভা নির্বাচনে বাংলার রাজনীতির ছবিটাই বদলে যাবে। ভালো সংখ্যক আসন নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার মাথা তুলবে কংগ্রেস।

প্রশ্ন উঠছে রাজ্যের মুসলিমদের সঙ্গে কি বাঁধন আলগা হচ্ছে মমতার? সেই সুযোগটাই কি কাজে লাগাতে চাইছেন প্রিয়ঙ্কা? আরও প্রশ্ন, ওয়াকফ সংশোধনী ইস্যুতে কি আরও আক্রমণাত্মক চেহারায় তৃণমূলকে সংসদে দেখতে চেয়েছিলেন রাজ্যের মুসলিমরা? তাঁরা কি হতাশ? বিলের বিরোধিতায় কংগ্রেস সুপ্রিম কোর্টে গেছে কিন্তু তৃণমূল? সংসদে ওয়াকফের আবহে তৃণমূল সাংসদরা নিজেদের মধ্যে বিবাদ করছেন। কল্যাণ বলছেন, সৌগত রায় মিনমিন করে মোদি বিরোধী স্লোগান দেন আর সৌগত বলছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি বর্তমানে লোকসভায় দলের চিফ হুইপ, তিনি বিজেপির প্রভাবে প্রভাবিত। এইসব দেখে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের কি তৃণমূলের প্রতি মোঁহভঙ্গ হচ্ছে? আর এই সম্ভাবনার সদ্ব্যবহার করতে চাইছেন প্রিয়ঙ্কা?

আর কিছুদিনের মধ্যেই এই ছবি স্পষ্ট হবে। কোনদিকের জল কোনদিকে গড়ায় দেখা যাবে। তবে এ কথা এখনই বলা যায় যে মমতার মুসলিম ভোট ব্যাঙ্ক এখন কংগ্রেসের পাখির চোখ।

Spread the love

Check Also

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

আগামী সপ্তাহে শতাধিক ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান শাখায়

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: উন্নত পরিষেবা পেতে চলেছে পূর্ব রেল হাওড়া-বর্ধমান কর্ড শাখায়, আর তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *