নীল বণিক:
‘৭৭-এ মুখ্যমন্ত্রীর আসনে বসেই জ্যোতি বসু বলেছিলেন, শুধুমাত্র মহাকরণ থেকে তাঁরা রাজ্য চালাবেন না। এই কথার মর্মার্থ হল এই যে জনগণের কাছাকাছি থেকে রাষ্ট্র পরিচালনা করা।
২০১১-র পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক, তাঁর বাসভবনে জনতার দরবার ইত্যাদি করে সরকারি তথা নিজের জনসংযোগ আরও নিবিড় করতে চেয়েছেন।
এবার এই কাজে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। কী করে!
মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন অভাব অভিযোগ জানাতে আসা মানুষের জন্য এবার একটি নতুন দফতর তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্নের পাশে নতুন একটি ভবন তৈরি করতে চায় তারা। নবান্নে প্রতিদিন বিভিন্ন আবেদন ও অভিযোগ নিয়ে রাজ্যের হাজার হাজার বাসিন্দারা আসেন। তাঁদের সকলের বসার ব্যবস্থা তো দূরে থাক সবার অভিযোগও শোনা সম্ভব হয় না। দূরদূরান্ত থেকে আসা সেই সব মানুষের অভাব অভিযোগ শোনার জন্যই নতুন রিসিভিং সেল খোলার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan