Breaking News
Home / TRENDING / চ্যাম্পিয়নস কাপে পাকিস্তানের কাছে হারের পিছনে কী কোহলির একগুঁয়েমি

চ্যাম্পিয়নস কাপে পাকিস্তানের কাছে হারের পিছনে কী কোহলির একগুঁয়েমি

ওয়েব ডেস্ক:

জানা গেছে অধিনায়ক বিরাট কোহলিকে নাকি কোচ অনিল কুম্বলে বলেছিলেন টস জিতলে ব্যাটিং নিতে। কিন্তু তা নিলেন না কোহলি। আগে ফিল্ডিং করল ভারতীয় দল। ভারতীয় দলের জঘন্য বোলিং দেখল দর্শক। বুমরার একটা নো বলের জন্য নাকি ভারতীয় ক্রিকেট দলের হার। আরও তো ২৯৯টা বল ছিল! তাতে কী ম্যাজিক দেখালেন অন্য বোলাররা! রবিচন্দ্রন অশ্বিনের জঘন্যতম বোলিং দেখতে হল সকলকে। কেন অশ্বিনের খারাপ পার্ফমেন্স হওয়া সত্ত্বেও তাঁকে দিয়ে ১০ ওভার বল করালেন অধিনায়ক কোহলি! জাডেজাও তাঁর সুনাম অনুযায়ী বল করতে পারেননি। তাহলে কেন শুধু বুমরাকে বলির পাঁঠা করা হল! এমন কথা শোনা যাচ্ছে আনাচকানাচে।
এবার আসি দুই ‘কে’র কথায়। অনিল কুম্বলে যদি বলে থাকেন টস জিতলে ব্যাটিং নিতে, কেন কোহলি ফিল্ডিং নিলেন! এ রহস্য এখনও ভেদ হয়নি। হবে কী! কুম্বলে-কোহলি বিবাদ তো এখন প্রতিদিনের সংবাদ। কুম্বলের এতদিনের অভিজ্ঞতাকে কেন সম্মান জানালেন না কোহলি! ব্যাটসম্যান হিসেবে বিরাট ক্রিকেট দুনিয়ায় বিরাট প্রশংসিত হয়ে তিনি কী ধরাকে সরা জ্ঞান করছেন! জানি না। তবে অনিল কুম্বলের মতো ভদ্রলোক মিতভাষী কোচের সঙ্গে এমন ব্যবহার ভাবনার বাইরে! ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উচিত ছিল বিরাট কোহলিকে শোকজ করা। উনি যত বড় ক্রিকেটারই হোন না কেন। সচিন, সৌরভের মতো খেলোয়াড়দের খেলার মাঝে দু’একটা সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। কোহলিকেও বিশ্রামে পাঠানোর প্রয়োজন ছিল বলে মনে করছেন ক্রিকেট দুনিয়ার কেউ কেউ। যেখানে আজিঙ্কা রাহানের মতো একজন আছেন, যিনি অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখেন। বর্তমানে ভারতীয় ক্রিকেট দল তো দল হিসেবেই খেলে। সেখানে একজনকে বাদ দিলে কী যায়আসে!
ভারত-পাকিস্তান খেলাতে দুই দেশের সমর্থকেরাই আবেগে থাকেন। সেই আবেগের মুল্য দেওয়া হল না কেন? কেন কোচের কথা শোনা হল না? এটা কী কোচের কথা শুনব না বলে শুনলেন না অধিনায়ক বিরাট কোহলি? জনি না আমরা। জানার কথাও নয়। কেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জিজ্ঞেস করলেন না অধিনায়ককে! বোর্ডের পূর্ণ অধিকার রয়েছে এ ব্যাপারে। কোচ-কাপ্টেনে যতই মতবিরোধ থাকুক, ভাশুর-ভাদ্রবউ সম্পর্ক থাকবে কেন! ২০১৭-র চ্যাম্পিয়নস কাপ পাকিস্তানের কাছে হাতছাড়া হওয়ার পিছনে শুধু কী বুমরার ‘নো’ বলটাই কারণ? নাকি অন্য কিছু রয়েছে! এ রহস্য ভেদ করা উচিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। কেননা, ভারতীয় ক্রিকেটাররা টাকার বিনিময়ে খেলেন। সেই টাকাটা সাধারণ মানুষের। তাই সবকিছু জানার অধিকার রয়েছে আম জনতার।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *