Home / TRENDING / দেশের প্রথম বুলেট ট্রেনের শিলান্যাস করলেন নরন্দ্র মোদি-শিনজো আবে

দেশের প্রথম বুলেট ট্রেনের শিলান্যাস করলেন নরন্দ্র মোদি-শিনজো আবে

ওয়েব ডেস্ক

২০১৪-লোকসভা নির্বাচনে মোদির প্রতিশ্রুতি ছিল দেশে বুলেট ট্রেন চালু করার। প্রতিশ্রুতি মতোই এবারে দেশের মাটিতে প্রথম বুলেট ট্রেনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ‌শিনজো আবে। ‘বন্ধু’ জাপানের সহযোগিতায় এবারে দেশের মাটিতে বুলেট ট্রেনের যাত্রা শুরু হল।

এদিন বুলেট ট্রেনের শিলান্যাসের পর নরেন্দ্র মোদি বলেন, ‘‘ ভারত-জাপান এই দুই দেশের কাছে আজকের দিনটি ঐতিহাসিক ও আবেগপূর্ণ।’’ বুলেট ট্রেনের পুরো প্রজেক্টের জন্য তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে ধন্যবাদ জানান। শিনজো আবের ব্যক্তিগত ইচ্ছে না থাকলে এই বুলেট ট্রেনের স্বপ্ন পূরণ হতো না বলেও জানান নরেন্দ্র মোদি। বুলেট ট্রেন প্রকল্পের জন্য ভারতকে ৮৮,০০০ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাপান। মাত্র ০.১ শতাংশ হারে জাপান এই সুদ দেবে ভারতকে। তার জন্যও শিনজো আবেকে ধন্যবাদ জানান নমো।

অপরদিকে, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানান, ‘‘ ভারতীয় রেলের নিরাপত্তার জন্য জাপান সবসময় পাশে রয়েছে।’’ জাপানের প্রযুক্তি ও ভারতের মানবসম্পদ মিলে ভারত বিশ্বের কারখানা হতে চলেছে বলেও জানান আবে। আবেগপ্রবণ আবে এদিন মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেনে সফর করার ইচ্ছাও প্রকাশ করেন।

উল্লেখ্য, মুম্বই থেকে আমেদাবাদ পর্যন্ত মোট ৫০৮ কিলোমিটার পর্যন্ত চলবে বুলেট ট্রেন। ২০২২ সালের মধ্যে পুরোকাজ শেষ করার লক্ষ্যেই রয়েছেন মোদির সরকার। পুরো প্রকল্পে খরচ পড়বে প্রায় ১ লক্ষ ৮ হাজার কোটি টাকা। মোট ৭৫০ জন যাত্রী একসঙ্গে সফর করতে পারবে এই বুলেট ট্রেনে। মুম্বই থেকে আহমেদবাদ যেতে বুলেট ট্রেনে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে ছুটবে বুলেট ট্রেন। এই পুরো সফরে মোট ১২টি স্টেশন পড়বে।

এদিন বুলেট ট্রেনের শিলান্যাস ছাড়াও একাধিক প্রকল্পের চুক্তি সই করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধা‌ন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *