মধুমন্তী :
সঙ্গীত এমন একটি শিল্পমাধ্যম যা যে-কোনও মানুষের স্ট্রেস মুহূর্তে দূর করতে পারে। তাই বলে অপারেশন টেবিলে শুয়ে শুয়ে কেউ গিটার বাজাচ্ছেন! আর একদিকে তাঁর মাথায় চলছে জটিল অস্ত্রোপচার। সেদিকে তাঁর ভ্রূক্ষেপ তো নেই-ই, উলটে আপন খেয়ালে গিটারকে বুকে আঁকড়ে দিব্যি সুর তুলে যাচ্ছেন তিনি! ভাবছেন পাগলের প্রলাপ!
না, একেবারেই নয়। বেঙ্গালুরুর এক সঙ্গীতশিল্পী এমনই নজির গড়লেন। আর সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পেশায় সুরকার ওই যুবক বেঙ্গালুরুর বাসিন্দা। গিটার তাঁর প্রাণ। তাই গিটারে সুর তুলতে তুলতেই একদিন বেঁকে যায় তাঁর বাঁ হাতের তিনটে আঙুল। প্রায় বছরখানেক আগে টের পান এই ব্যক্তি। যার পর ধীরে ধীরে বাড়তে থাকে এই রোগ। আর সেই আঙুলের নার্ভের সঙ্গে সরাসরি যোগ রয়েছে মস্তিষ্কের। তাই হাতে বেশি সমস্যা শুরু হলেই মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিত।
রোগ ধরা পড়েছে, নাম ডিস্টোনিয়া। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ডাক্তার সঞ্জয় সি সি জানান, “এই সমস্যাটা বাড়তে থাকে যখন উনি গিটার বাজানোর চেষ্টা করতে থাকেন। তাই গিটার বাজানোকালীন যে-সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো স্বচক্ষে দেখা খুব দরকার ছিল। তাই অপারেশন টেবিলে তাঁর গিটার বাজানোটা আমাদের অপারেশনে খুব সাহায্য করেছে।”
অন্যদিকে ওই ব্যক্তি এক প্রথম শ্রেণির ইংরেজি দৈনিকে জানান, “আমি অবাক হয়ে গেছিলাম, আমার হাত ম্যাজিকের মতো ঠিক হয়ে যাচ্ছিল অপারেশন টেবিলে। সার্জারি শেষ হওয়ার পর আমার আঙুল একশো শতাংশ ঠিক হয়ে যায়। আবার আগের মতো আমি আঙুল নাড়াতে পারছি।”
মিউজিক থেরাপির কথা আমরা অনেক শুনেছি। তবে এই ঘটনা অবাক করেছে।
https://www.youtube.com/watch?v=um0PtmlURzg
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন