কমলেন্দু সরকার
:
নয়ন ভদাবদে নামটি বললে চিনবেন? চিনবেন না মাথা চুলকবেন। রিমা বললে বুঝতে পারবেন। নয়ন থেকে রিমা হয়েছিলেন বিয়ের পর। বিয়ে করেছিলেন মরাঠি অভিনেতা বিবেক লাগুকে। যদিও সে বিয়ে টিকেছিল কয়েকবছর। কিন্তু অভিনেত্রী রিমা দর্শক মনে টিকে রইলেন। রিমা ছিলেন অভিনয় পরিবারের একজন। তাঁর মা মন্দাকিনী ভদাবদেও ছিলেন মরাঠি মঞ্চের নামী অভিনেত্রী। রিমার কন্যাও অভিনেত্রী। স্বামী বিবেক তো বটেই।
হিন্দি সিনেমার ৭০ দশকের মা যদি হয়ে থাকেন নিরূপা রায়। তাহলে ৯০ দশকের মা রিমা লাগু। নিরূপা যদি অমিতাভ, শশী কাপুরের মা হয়ে থাকেন, তাহলে রিমা হলেন সলমন, শাহরুখ, সঞ্জয় দত্তের মা। হিন্দি ছবিতে মা বলতে নিরূপার পর রিমার তুলনা নেই। নিরূপার মধ্যেই একটা ভালমানুষি ব্যাপার ছিল। কিন্তু রিমার ব্যপ্তিটা আরও একটু বেশি ছিল। রিমা ভালমানুষি তো বটেই ঝগড়ুটে মা হিসেবেও অভিনয় করেছিলেন। মনে আছে ‘তু তু ম্যায় ম্যায়’ সেই ঝগড়ুটে শাশুড়িকে! কি দারুণ কমেডি করেছিলেন। দর্শক আজও মনে রেখেছেন তাঁকে।
ম্যায়নে পেয়ার কিয়া, আশিকি, হাম আপকে হ্যায় কৌন, বাস্তব-এ অভিনয় করে সেরা সহশিল্পীর সম্মান পেয়েছিলেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড-এ। রিমার সাবলীল অভিনয় দর্শককে মুগ্ধ করেছে বার বার। শুধু কী সিনেমার দর্শককে! না, মঞ্চের দর্শককেও। চার দশক ধরে মঞ্চে তিনি দাপটে অভিনয় করেছেন। দাপটে অভিনয় করেছেন সিরিয়ালেও। সিনেমাতে তো করেছেনই।
নায়ক-নায়িকার জন্য ছবি চলে ঠিক কথা কিন্তু নিরূপা রায় কিংবা রিমা লাগুকেও দর্শক দেখতেন ঠিক যে ভাবে দেখতেন তাঁদের প্রিয় অভিনেতা অভিনেত্রীকে। দর্শক হয়তো খুঁজে পেতেন নিরূপা রায় বা রিমা লাগুর মধ্যে তাঁদের মাকে। ওঁদের অভিনয় এতটাই ছিল সাবলীল সুন্দর।
হিন্দি ছবির এই প্রিয় অভিনেত্রী প্রয়াত হলেন বৃহস্পতিবার ভোরের দিকে। তিনি ভরতি হয়েছিলেন বুকে ব্যথা নিয়ে। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন। রিমার মৃত্যুতে তাঁর বহুদিনের সহ অভিনেতা অলকনাথ জানিয়েছেন, রিমার মৃত্যু আমার কাছে বড়ই দুঃসংবাদ। আমার বলার কিছু নেই। খুবই দুঃখিত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news