বিশেষ সংবাদদাতা :
সানাই, ঢাক, শাঁখ, হুড খোলা গাড়ি দিয়ে সোমবার বিজেপির মুকুল বরণ। বিজেপির তরফে দলের রাজ্য কমিটির দুই সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় ও দেবশ্রী চৌধুরী বিমানবন্দরে মুকুলকে স্বাগত জানাবেন। মুকুল আগমনে উৎসাহিত বিজেপির কর্মীরা যেমন থাকবেন তেমনই থাকবেন মুকুলের অনুগামীরা। বিমানবন্দর থেকে রাজ্য বিজেপির সদর দফতর পর্যন্ত রাস্তা ঢেকে দেওয়া হবে ফুলে, ইতিমধ্যেই মুড়ে দেওয়া হচ্ছে মুকুল রায়ের ছবিতে, তাঁকে স্বাগত জানানো ফেস্টুনে। এক কথায় রাজকীয় বন্দোবস্ত। যদিও মনে মনে মুকুলের সমর্থক কিন্তু এখনই খোলস ছেড়ে বেরোচ্ছেন না এমন মুকুল-অনুগামীর সংখ্যাই এখনও বেশি। এঁদের মধ্যে কেউ কেউ আরও কিছুদিন হাওয়াটা বুঝে নিতে চাইছেন। আবার কৌশলগত কারণেই অনেকে এখনও তৃণমূলেই থেকে যেতে চাইছেন। কৌশলটি অবশ্যই তাঁদের নেতা মুকুলেরই বাৎলে দেওয়া। অনেকে আবার গুজরাত নির্বাচনে বিজেপির ফলাফল দেখতে চাইছেন।
সে যাই হোক, শেষ কবে কোনও নেতাকে এমন ভাবে অভ্যর্থনা করা হয়েছিল চট করে অনেকেরই মনে পড়ছে না। বেশ কয়েক বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোমেন মিত্র। তিনি সুস্থ হয়ে ফিরে আসার সময় তাঁকে দেখার মত অভ্যর্থনা দিয়েছিল তাঁর অনুগামীরা। মুকুলকে অভ্যর্থনা দিতে গিয়েও অবশ্য বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁর অনুগামীদের। শাসকদলের রক্তচক্ষু তো আছেই তার সঙ্গে পুলিশের নজর, গোয়েন্দাদের অনুসন্ধানী চোখ। ইতিমধ্যেই মুকুলমহল দাবি করেছে, তাদের মিথ্যে মামলায় ফাঁসাবার চেষ্টা হচ্ছে।
এতকিছুর মধ্যেও যথাসম্ভব ভাল করে, চোখ রাঙ্গানো উপেক্ষা করে তাদের ‘দাদা’র সম্মানরক্ষার চেষ্টা করছেন তারা। এমনটাই দাবি মুকুল অনুগামীদের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
https://channelhindustan.com/2017/11/mamata-mukul-special-copy-2/