ওয়েব ডেস্ক :
কসবার আক্রোপলিস মলের কাছে রাত ১২.১৫-য় গ্রেফতার হলেন বিক্রম চট্টোপাধ্যায়। অনিচ্ছাকৃত খুনের ধারায় তাঁকে পাকড়াও করল টালিগঞ্জ থানা এবং কলকাতা পুলিশ। আজই আলিপুর আদালতে তোলা হবে বিক্রমকে। সূত্রের খবর, পুলিশ নিজেদের হেফাজতে চাইবে বিক্রমকে। পুলিশ তাঁর কাছে জানতে চাইবে কীভাবে ঘটেছিল ঘটনা? কীভাবে তিনি গাড়ি চালাচ্ছিলেন? এবং কীভাবে সনিকার মৃত্যু হয়েছিল?
প্রথমে বিক্রমের জামিনযোগ্য ধারা হয়েছিল। এ নিয়ে প্রচুর কথাও উঠেছিল। সনিকার পরিবার থেকে বার বার চিঠিও দেওয়া হয়েছিল কলকাতা পুলিশকে। তারপর অনিচ্ছাকৃত খুনের মামলা করা হয়। জামিনঅযোগ্য ধারা দেওয়া হয়। এরপর পালিয়ে বেড়াতে থাকেন বিক্রম। গোয়েন্দা পুলিশ খবর পায় বিক্রম এক বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছেন। তাঁকে অনুসরণ করতে থাকে গোয়েন্দারা। ধরা পড়লেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।