ওয়েব ডেস্ক :
বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে। এখনই সেনা চাই স্যার! পরিস্থিতি অগ্নিগর্ভ। বাসুদেবের পাশে তখন বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ফোনের ওপার থেকে আশ্বাস এল, শুকনা থেকে সেনা পাঠান হবে এখনই। ততক্ষণে চারিদিকে পরিস্থিতি এমন হয়েছে রাজ্যের মন্ত্রীরা নিজেদের নিরাপদ মনে করছেন না।
কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী। যদিও কড়া হাত বলতে মুখ্যমন্ত্রীকে নির্ভর করতে হচ্ছে সেনার ওপর।