নীল বণিক:
আগামী শনিবার রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক প্রতিনিধি দল। সূত্রের খবর এই দলটি বসিরহাট যাবেন। জানা গেছে, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট এবং বাদুড়িয়ার বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন। তাঁরা কথা বলবেন স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। মূলত বসিরহাটের গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় বাংলাদেশের দুষ্কৃতীদের কোনও ভূমিকা ছিল কিনা তা যাচাই করতে চান স্বরাষ্ট্রমন্ত্রকের ওই দলটি। তবে রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য বিজেপি-র কেন্দ্রীয় দলকে ঢুকতে দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বসিরহাট ঘুরিয়ে দেখাতে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাতে চাইছে কেন্দ্রীয় সরকার।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন