নিজস্ব সংবাদদাতা :
বারাসত স্টেডিয়াম যেন ক্লাবগুলোর কাছে বধ্যভূমি হয়ে উঠছে। বারাসতে খেলতে চায় না আইএফএ। মঙ্গলবার আইএফএ–তে চিঠি দিয়ে এটিকে জানিয়ে দিল, তারা বারাসতে ম্যাচ খেলতে চায় না। ফুটবলারদের চোট–আঘাত ভয়ের কারণ হয়ে দঁাড়াচ্ছে। এটিকে কর্তারা মনে করছেন, উঠতি ফুটবলারদের জীবনের কথা ভাবতে হবে। টাকা দিয়ে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড, সল্টলেকে নিজেদের মাঠে ম্যাচ খেলবে কলকাতা।